মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পটুয়াখালীতে পু‌লিশ সদস্যসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার পৃথক স্থান থেকে এক পুলিশ সদস্যসহ দুইজন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পুলিশ সদস্য তৃষ্ণা রানী বিশ্বাস ও কলেজ শিক্ষার্থী রিয়া ম‌নি মিলা। এদের মধ্যে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হোস্টেল থেকে মিলার ও পু‌লিশ লাইন‌স ম‌হিলা ব্যারাক থেকে রিয়ার মর‌দেহ উদ্ধার করা হয়। দু‌টি মর‌দেহই ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গে‌ছে।

তৃষ্ণা রানী বিশ্বাস মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তি‌নি ২০২৩ সাল থেকে পটুয়াখালী পুলিশ লাইন্সে নারী কন‌স্টেবল প‌দে কর্মরত ছিলেন। অপরদিকে রিয়া দশমিনা উপজেলার মো. মনিরুল ইসলামের মেয়ে। পটুয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

সদর থানার ও‌সি ইমতিয়াজ আহ‌মেদ বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়