প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯ শে জানুয়ারি রবিবার বিকেল ৫ টার দিকে উজানচর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়ার সঞ্চালনায় বাঞ্ছারামপুর উপজেলার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক,উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুজন মিয়া,সৌদি রিয়াদ বিএনপি কমিটির সভাপতি ছালে মুসা,মুল্লুক হোসেন, সালাউদ্দিন, প্রমুখ। বক্তারা বলেন, দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বিরত্বের পরিচয় দেন। জিয়াউর রহমানের জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা আধিপত্যবাদের থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.