সংবাদের আলো ডেস্ক: পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারে অবস্থিত মানব সেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলুর আলোচিত গরু কান্ডে তুমুল সমালোচনার মূখে গরু না পাওয়া সেই সকল দুঃস্থদের গরুর বাছুর প্রদান করেছেন দাবী করে এক সংবাদ সম্মেলন করেছেন। রবিবার (১৯ জানুয়ারী) বেলা ১২টায় রেলবাজার এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু লিখিত বক্তব্যে দশ জন দুঃস্থ্যর মাঝে গরু প্রদান করে দেওয়া হয়েছে বলে উপস্থিত সকল সাংবাদিকদের এ তথ্য জানান।উল্লেখ্য গত ১৭ ও ১৮ জানুয়ারী ”বাছুর হাতে নারীদের ফটোসেশন করিয়ে ডিম খিচুড়ি খাইয়ে বিদায়” এমন শিরোনামে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে তুমুল আলোচনা সমালোচনার শুরু হয়। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থার পরিচালক এম এস আলম বাবলু তার নিজ গ্রাম উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়ায় সম্প্রতি কয়েকজন দুঃস্থ মহিলার বাড়ি গিয়ে গরুর বাছুর প্রদান করেন। তবে গত ৩০ ডিসেম্বর তার সংস্থার সামনে যে সকল দুঃস্থদের নিয়ে এসে গরু প্রদানের ছবি তুলেছিলেন তাদের অনেককেই এখনও গরুর বাছুর প্রদান করা হয় নি ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.