সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/01/Satkhira-news-3.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবাদের আলো ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে গত প্রায় এক বছর ধরে জব্দকৃত বিভিন্ন ধরণের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ৩৩ বিজিবি সদর দপ্তরে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে দেশি-বিদেশি ব্রান্ডের মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাজা, হিরোইন, এলএসডি, ক্রিষ্টাল মেথ আইস, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, ইনজেকশন ড্রাগ, পাতার বিড়ি ও তামাকের গুড়া। এসব মাদকদ্রব সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় করা হয়েছিল। বিজিবি জানায়, ‘মাদককে না বলি জীবনকে হ্যা বলি।’ মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে সচেতন করতেই তাদের এ মাদক ধ্বংসের আয়োজন।এ সময় মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন খুলনার সেক্টর কমান্ডার কর্নেল হেদী হাসান চৌধুরী, সাতক্ষীরা ৩৩ বিজিবি অধিনায়ক আশরাফুল হক। সহকারী পরিচালক মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ কাজী আরিফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, সিনিয়র সহকারি পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কুমার মজুমদারসহ আরও অনেকে
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।