বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অন্তর্বর্তী সরকার কিংস পার্টি গঠন করছে: মেজর (অব.) হাফিজ

সংবাদের আলো ডেস্ক: অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না হয়ে কিংস পার্টি গঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ২১ বছরের ছেলে কি করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, এমন প্রশ্নও তুলেছেন তিনি। রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচনের আয়োজন করা। ঘোষণাপত্র কোনো কাজে লাগবে না। বরং আওয়ামী লীগের চুরিকৃত অর্থ ফেরত আনতে পারলে কাজে লাগবে। এ সময় প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি।তিনি আরও বলেন, বিএনপির ওপরে কোনও ধরনের কলঙ্ক যাতে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যত বড় নেতাই হোক, অভিযোগ আসলে তাদের যেন সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হয়। তাছাড়া, নেতাকর্মীদেরকে আওয়ামী লীগের দূরে রাখতে হবে। সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। জীবন বিপন্ন হলেও স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়