প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ
সড়ক পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় রাউজানের তরুণ নিহত
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: পিকআপের ধাক্কায় সাইফুর রহমান (২৪) নামে রাউজানের এক তরুণের মৃত্যু হয়েছে।শনিবার ১৮ জানুয়ারি বিকালে হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুর রহমান রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর এলাকার খুরশেদ বাপের বাড়ির মতিউর রহমানের ছেলে। নোয়াজিষপুর ইউনিয়নের বাসিন্দা ব্যাংকার জিল্লু চৌধুরী বলেন, ছেলেটি গাছকাটাসহ দৈনিক চুক্তিভিত্তিক দিনমজুরী কাজ করতেন। পিকআপের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.