রাউজানে হক কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মোটর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2025/01/4808f000-cf6b-441d-8fb8-e6f338d2e5ad.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা ক.খ.গ জোনের আওতাধীন সকল শাখা সমূহের উদ্যোগে বর্ণাঢ্য মোটর র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হলদিয়া উত্তরসর্তা দরগাহ্ বাজার থেকে মোটর র্যালিটি শুরু করে দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক হয়ে রাউজান উপজেলা সদর,চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক ও নোয়াপাড়া পথের হাট, রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে নোয়াজিষপুর মুঈনিয়া আজিজিয়া মাদ্রাসা, উম্মুল আশেকিন সৈয়দা সাজেদা খাতুন হেফজখানা এতিমখানার মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা, মিলাদ কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।র্যালিতে মোটরসাইকেল, ট্রাক, সিএনজি অটোরিক্সাসহ হাজারো গাড়ি নিয়ে মাইজভাণ্ডারী আশেক- ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।র্যালি উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সচিব মুহাম্মদ আলী মাষ্টারের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জে,এ,এম ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান,নাছিম উদ্দিন চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আজহারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী, ইউছুপ আলী,প্রফেসর আবু তাহের, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, জাকের হোসেন মাষ্টার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, মহিউদ্দিন জীবন, দিদারুল আলম, রাউজান উপজেলা ক.খ.গ জোনের সমন্বয়ক সাদিকুজ্জামান সফি, মামুন মিয়া, আনিসউল খান বাবর, আবু তৈয়ব মাষ্টার,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা মহিম উদ্দিন,কাজী আসলাম, মিনহাজুল আবেদিন, টিটন বৈদ্য,নাজিম উদ্দিন কালু,আক্কাস উদ্দিন মানিক, এস এম ইউছুপ আমিন প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।