পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরের বড়ইতলী এলাকার বটতলায় বুড়ির মা মন্দিরে দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাংচুর। আতঙ্কিত এলাকাবাসী। বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাহেব বাজার বড়ইতলী বুড়ির মা মন্দিরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সংবাদের আলোকে জানান, কালিয়াকৈরে বড়ইতলী এলাকায় বটতলাতে বিকেলে পূজা শেষে মন্দিরে তালা মেরে চলে যায় কর্তৃপক্ষ। গত রাতে দুর্বৃত্তরা গেট টপকে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুর করে। মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী সংবাদের আলোকে জানান, প্রতিমা ভাংচুরের খবর পেয়ে সকালে মন্দিরে যাই। এরপর জানাজানি হলে স্থানীয়রা স্থানীয় প্রশাসন ও পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ। ওসি রিয়াদ মাহমুদ জানান, ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.