সঞ্জিব দাস, গলচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন গলাচিপা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় গলাচিপা এন জেড আলিম মাদরাসা হল রুমে এক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে কালারাজা হাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমানকে সভাপতি এবং গলাচিপা এন জেড আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাইকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটি ৫ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এ সময় সকল সদস্যের নাম ও পদবী ঘোষণা করা হয়। বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওলানা ইমাম উদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি আলহাজ¦ মাওলানা শাহ মাহমুদ ওমর জিয়াদ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা এ কে এম মোসলেম উদ্দিন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.