সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেছেন, গেলো ১৫ বছর ধরে গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারেনি। এ কারণে বাংলাদেশের গণমাধ্যম আস্থা সংকটে পড়েছে এবং মানুষের মধ্যে গণমাধ্যমের প্রতি দূরত্ব সৃষ্টি হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রংপুরে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা এবং সাংবাদিকরা হলেন মানবাধিকার কর্মী। তারা মানুষের দুঃসময়ে পাশে থাকেন। তবে গেলো ১৫ বছরে গণমাধ্যম ফ্যাসিবাদের কবলে পড়ে গণমুখী সংস্কৃতি হারিয়ে ফেলেছে। জুলাই আন্দোলনের সময় অনেক গণমাধ্যম সাফাই গেয়েছিলো এবং ছোট ছোট বাচ্চাদের উপর পুলিশের আক্রমণের দৃশ্যেও এসব মিডিয়া নির্লজ্জভাবে গলাবাজি করেছিলো। তিনি সাংবাদিকদের একতা ও সাহসিকতা দিয়ে সত্য প্রকাশে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সত্যকে তুলে ধরবো।বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে ৫ সাংবাদিকসহ ২ হাজার ছাত্র-জনতা নিহত হয়েছিলো। এসব হত্যাকাণ্ডের বিচার না হলে সাংবাদিকদের কর্তব্য নষ্ট হবে। এর আগে, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে ও আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় সমাবেশের উদ্বোধন করেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান। সমাবেশে রংপুর বিভাগের সাংবাদিকরা তাদের দাবি উত্থাপন করেন এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দেন। এছাড়াও তারা শহীদ সাংবাদিকদের সম্মান জানাতে কিছু প্রস্তাব তুলে ধরেন। এসময় রংপুর বিভাগের সাংবাদিকরা তাদের অধিকার আদায়ে ও দাবি অনুযায়ী, সরকার এবং গণমাধ্যম সংস্কার কমিশনের কাছে ৩২ দফা সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাসসের পরিচালনা পর্ষদের সদস্য মমতাজ শিরিন ভরসা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম এবং জেলা সাংবাদিকরা বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.