নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ষ্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পৌর শরের পূর্ব কাটলী বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষে “গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কতৃর্ক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ষ্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোনা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী ও কমিটির সমন্বয়কারী উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ। বক্ত্যব রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শারমিন শাহাজাদী উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ইলোরা তাহসিনা, চন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, সাংবাদিক আলপনা বেগম, সংস্কৃতি কমীর্ শিল্পী ভট্রাচার্য, শিক্ষক শিউলি চক্রবতীর্, নারী নেত্রী ও নারী সাবেক প্যানেল মেয়র শামীমা সুলতানা শিল্পী প্রমুখ। নেত্রকোনা সদর উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়। আজকের সভায় স্থানীয়করণ কর্মশালার বিষয়ে পর্যালোচনা সহ গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয় সহ জেন্ডার সমতা, উপজেলা পযার্য়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ. সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়। তাছাড়া লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার মাধ্যমে নারীর শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এডভোকেসী কার্যক্রম জোরদার করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে স্কুল পর্যায়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটিকে সক্রিয়করণের জন্য জেলা/উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে আলোচনা, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের পাশাপাশি আইনী সহায়তা প্রাপ্তিতে জেলা লিগ্যাল এইড অফিসারের সাথে মতবিনিময় এবং, জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীদের নিরাপদ আশ্রয়ের জন্য শেল্টার হোম স্থাপনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদনপত্র জমা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ থাকে যে, নারী,শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস মুখ্য ভুমিকা পালন করছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.