মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে যমুনায় বালু খেকোদের দৃষ্টি আবাদি জমির দিকে

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ভূঞাপুরে যমুনায় বালু মহালের নামে আবাদি জমি ইজারা নেয়ার পায়তারা করছে একটি মহল। ইতোমধ্যে যমুনা রেলসেতুর অদূরে আবাদি জমির মাটি কাটার মহোৎসব চলছে।শুকনো মৌসুমে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেগে ওঠেছে অসংখ্য চর। এই চরাঞ্চলের ফসলি জমির মাটি অবৈধভাবে বালু মহালের নামে ইজারা নেয়ার পায়তারার অভিযোগ ওঠেছে। এনিয়ে সম্প্রতি ইজারা নেয়া বন্ধে এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার যমুনা নদী চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের গাবসারা, রেহাইচন্দুনী, সোহাগীপাড়া, রেহাইগাবসা, কালীপুর, নিকলাপাড়াসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে অবৈধভাবে বালু মহালের নামে ইজারা আনার অপচেষ্টা করে আসছে কতিপয় কিছু অসাধু বালু ব্যবসায়ীরা।এসব জমিতে শুকনো মৌসুমে ধান, ভুট্টা, বাদাম সরিষা, পাট, কালাই, গমসহ বিভিন্ন শাক-সবজি চাষাবাদ করে দুর্গম চরাঞ্চলের কৃষকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। ইজারা বন্ধের প্রতিবাদ করলে নানা ভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা যায়।

এছাড়াও সিরাজগঞ্জ থেকে বালু কিনে আনার নামে যমুনাসেতু ও সদ্য নির্মিত যমুনা রেলসেতু সংলগ্ন এলাকায় অবাধে ফসলি জমির মাটি কাটার মহোৎসবে মেতেছে বালুখোকোরা। সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত বালু কাটা ও উত্তোলনের কর্মযজ্ঞ চলে। ফলে ক্ষতিগ্রস্থ চরাঞ্চলের কৃষক ও এই সেত দু’টি হুমকির মুখে রয়েছে ।

এলাবাসীর পক্ষে অভিযোগকারী কৃষক মিজান জানান, এলাকার ফসলি জমিগুলো অবৈধভাবে বালু মহালের নামে ইজারা নেয়ার পায়তারা করছে স্থানীয় অসাধু বালুখোকোরা। এতে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হবো। ভাঙনের মুখে পড়বে ফসলি জমি, বসত-ভিটা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শাপলা জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। এ ব্যাপারে সপ্তাহখানেক আগে জেলা প্রশাসন থেকে একটি টিম তদন্ত করে গেছে। এলাকাবাসীরা তাদের জানায়, এসব জমিগুলো রেকর্ডকৃত সম্পতি। এ জমি ইজারা হলে চরাঞ্চলের লোকজন ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: পপি খাতুন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। যমুনা চরের জমিগুলো ইজারা দেয়া না হয় সে জন্য প্রয়োজীয় ব্যবস্থা নেয়া হয়েছে। বালু উত্তোলন ও কাটার বিষয়ে আমি জানি না। কখন কাটে আমাকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়