বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গমবোঝাই একটি ট্রাক উল্টে নিহত ১ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গমবোঝাই একটি ট্রাক উল্টে এর মালিক নুর মোহাম্মাদ (৬১) মারা গেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মাদ চাঁদপুর জেলার জাঙ্গারচর পৌরসভার কোটারচর মহল্লার মৃত আব্দুল জলিল সরকারের ছেলে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম নুর মোহাম্মাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে গম নিয়ে ট্রাকটি গাইবান্ধা যাচ্ছিল। উল্লাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসের পাশে ট্রাকটি নস্ট হয়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপার স্থানীয় মিস্ত্রি ডেকে জ্যাক দিয়ে ট্রাকটি তুলে মেরামত করছিলেন। হঠাৎ করে জ্যাকটি ফসকে গেলে ট্রাকটি উল্টে পাশে পড়ে যায়। এসময় মিস্ত্রি ও চালক দৌড়ে প্রাণে বাঁচলেও ট্রাকের নিচে চাপা পড়েন নুর মোহাম্মাদ। পরে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ, হাইওয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি সরিয়ে নুর মোহাম্মাদের মরদেহ উদ্ধার করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়