কক্সবাজারে ৪ শতাধিক বাড়ি পুড়ে ছাই: দুই শিশু নিহত
সংবাদের আলো ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় কয়েক শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। উক্ত ঘটনায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তথ্য নিয়ে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলা লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-বল্কে আগুনের এই সুত্রপাতটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছন ক্যাম্পের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা।এদিকে আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফ হোসাইন। তিনি জানান, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশকিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উক্ত ঘটনায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।এবিষয়ে জানতে চাইলে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা সময়ের কন্ঠস্বরকে বলেন, আগুনের লেলিহান শিখায় প্রায় ৪শ’ থেকে ৫’শ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এব্যাপারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা.মোহাম্মদ জোবায়ের সময়ের কন্ঠস্বরকে বলেন শরণার্থী শিবিরে উক্ত আগুন লাগার ঘটনায় কয়েক শ’ বাড়িঘর পুড়ে গেছে এবং দুই শিশুর মৃত্যু হয়েছে। ৪,৫ জন জন আহত হয়েছে বলেও জানান তিনি’
সূত্র: সময়ের কন্ঠস্বর
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।