মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় কর্মসূচির আলোকে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দীর্ঘ স্বাধীনতার সংগ্রামের পথ পেরিয়ে বাঙালি জাতির ঝাপিয়ে পড়েছিল মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে ৭১ সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করে। সেই সকল শহীদদের শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর সকল সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। মহিলা কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনাসভায় সভাপতিত্ব করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ মন্দির ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা ও হাসপাতাল, এতিমখানা, অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা এবং নবীনগর পৌরসভা সম্মিলিত একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.