বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আ. লীগ নেতা স্বপন গ্রেপ্তার

সংবাদের আলো ডেস্ক:মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেপ্তারকৃত স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি মোতায়েম হোসেন স্বপনকে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়