সংবাদের আলো ডেস্ক: রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের চতুর্থ আসরের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে তুললেন বলিউড তারকা আমির খান ও কারিনা কাপুর খান। ‘থ্রি ইডিয়টস’ ও ‘লাল সিং চাড্ডা’ সিনেমার এই জুটি আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন উৎসবে।
সৌদি আরবে জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে ৫ ডিসেম্বর ছিল উদ্বোধনী আয়োজন। ‘দ্য নিউ হোম অব ফিল্ম’ থিমে উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
আমির খানকে দেখা গেল কালো শেরওয়ানিতে। সঙ্গে শরীরে জাড়িয়ে ছিলেন চেক শাল। চোখে ছিল কালো ফ্রেমের চশমা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.