মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে কামালের বিরুদ্ধে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধি কামাল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালের সামনে বেনাপোল পরিবহন ব্যবসায়ী সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতি, শ্রমিক হ্যান্ডলিং সমিতি, স্থলবন্দর চেকপোস্ট বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বলা হয়, বেনাপোলে পরিবহন ধর্মঘট নিয়ে গত ২৪ নভেম্বর যমুনা টিভি ও যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধি কামাল হোসেন ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে। এতে ফুঁসে ওঠে পরিবহন ব্যবসায়ীসহ সাধারণ ব্যবসায়ীরা। তারই অংশ হিসেবে তার সকল অপসাংবাদিকতার বিরুদ্ধে রখে দাঁড়িয়েছে স্থানীয় বিভিন্ন মহল। তারা, কামালের শাস্তির দাবিতে এই বিক্ষোভ ও মানববন্ধন করেন। একইদিন বেলা ১২ টার দিকে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে আসলে নজরে আসে বিশাল এ মানববন্ধন। তিনি মানববন্ধনে উপস্থিতিদের সাথে কথা বলেন। সাধারণ ব্যবসায়ীরা কামালের বিরুদ্ধে অপ-সাংবাদিকতার অভিযোগ এনে শাস্তির দাবি তুলে ধরেন। এ সময় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন’ বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)’কে কামালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার সকল অপকর্ম ও প্রতারণার বিরুদ্ধে মামলা দেয়ার নির্দেশ দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল পরিবহন সমিতির সভাপতি ইদ্রিস আলী ইদু, বেনাপোল পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কামাল হোসেনসহ পরিবহন সমিতি ও ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সেন্টার যশোরের জেনারেল সেক্রেটারী মাহবুবুর রহমান মজনু, বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি উজ্বল বিশ্বাস,সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আনিসুর রহমানসহ শার্শা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।