সংবাদের আলো ডেস্ক:অমর সিং চামকিলা সিনেমার বিপুল সফলতার পর ইমতিয়াজ আলি তার পরবর্তী সিনেমার কাজ শুরু করতে চলেছেন। এ সিনেমার জন্য তিনি প্রধান চরিত্র হিসেবে চূড়ান্ত করেছেন ফাহাদ ফাসিল এবং তৃপ্তি দিমরিকে। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে মালায়ালাম এই অভিনেতার।সিনেমাটির বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, তবে ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে জানা গেছে, এটি একটি অদ্ভুত প্রেম কাহিনি নিয়ে নির্মিত হবে সিনেমাটি।
ভারতের মালায়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। তার অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি রয়েছেন দর্শক জনপ্রিয়তার শীর্ষে। ২০০২ সালে তার পিতা ফাজিলের পরিচালনায় কাইয়েথুম দুরাথ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। এরপর একের পর এক হিট ছবির মাধ্যমে তিনি মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত একটি অবস্থান তৈরি করে নেন।
এদিকে ২০২৪ এপ্রিল মুক্তি পায় ফাহাদ অভিনীত ‘আভেশ্যাম’ সিনেমাটি। এই ছবিটি পরিচালনা করেন জিথু মাধবন। ৩০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিস থেকে আয় করে প্রায় ১৫৪ কোটি রুপি, যা তার ক্যারিয়ারে সাফল্য বয়ে আনে।
বর্তমানে ফাহাদ ফাসিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমাতে আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা সঙ্গে কাজ করেছেন, যা আজ মুক্তি পাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.