টাঙ্গাইলের মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কুটক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:) কে নিয়ে ভারতের হিন্দু রামগিরি মহারাজ ও বিজেপি সরকারের নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কুটক্তিকারীদের বিচারের দাবীতে প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে ইসলামী তৌহিদী জনতা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ধনবাড়ীর হেরার জ্যেতি যুব সংগঠনের আয়োজনে ধনবাড়ীর জমিদারবাড়ীর নওয়াব শাহী ঈদ গাঁ মাঠে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা রুকনুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ আব্দুল্ল্যাহ, হাফেজ সিফাতল্ল্যাহ ও ধনবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সীসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে নওয়াব শাহী ঈদ গাঁ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর মহাসড়ক সহ ধনবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বিক্ষোভকারীরা বিভন্ন ব্যানার ফেস্টুন ও প্লে-কার্ড হাতে নিয়ে কুটক্তি করার বিচারের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। মিছিলে ধনবাড়ী উপজেলার সকল তৌহিদী জনতারা অংশ নেয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।