মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে রবিবার (২৯ সেপ্টেম্বর) ভূঞাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু ও ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

টাঙ্গাইলের ভূঞাপুর বিএনপি’র দুই নেতার বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করে শনিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে ফেরদৌস শেখ নামে এক প্রতিবন্ধী ও তার পরিবার।

জমি দখলের অভিযোগ মিথ্যা দাবি করে টাঙ্গাইলে বিএনপির দুই নেতা সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই জমির সাথে সম্পৃক্ত নই। জমিটি ক্রয় করেছে মীনা বাজার কমিটি। আমাদের হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল তাদের ব্যবহার করছে।

এসময় লিখিত বক্তব্যে মিন্টু উল্লেখ করেন, জমিটি গ্রামের মিনা বাজারের নামে। এখানে বিএনপি’র সাধারণ সম্পাদক হিসেবে আমার বা দলের কোন সম্পৃক্ততা নেই। জমি দখলের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়