ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাতে জন্ম সকালে নবজাতকের লাশ উদ্ধার
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2024/07/images.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: কামরুল ইসলাম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর গ্রামে পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার জিনদপুর গ্রামের উত্তর পাড়ার রসুন আলীর স্ত্রী রোকেয়া বেগম গর্ভবতী ছিলেন, শনিবার রাতে হঠাৎ করে রক্তপাত শুরু হলে তিনি বাড়ির পাশে পুকুরে একাই রক্ত পরিস্কার করতে পানিতে নামেন। সাথে অন্যকোন লোকজন ছিলো না। পানিতে নামার পরপরই প্রসব ব্যথা উঠে এবং পানিতে গর্ভপাত হয়ে নবজাতক শিশুটি পানির নিচে তলিয়ে যায়। রাতের অন্ধকারের কারণে নবজাতক শিশুটি খোঁজে পায়নি রোকেয়া বেগম।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/07/449458724_8301451426552790_3785183317644245925_n.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/07/449458724_8301451426552790_3785183317644245925_n.jpg)
আজ রবিবার (১৪ জুলাই)সকালে শিশুটি পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নবীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নবজাতকের মা ও বাবাকে থানায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নবজাতকের মা রোকেয়া বেগম কিছুটা মানুষিক রোগী ও তার স্বামী কৃষক। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।