নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় গ্রাম বাংলা সমাজ কল্যাণ সংস্থা (জিবেএসকেএস) সংস্থার আয়োজনে নাজিরগঞ্জ বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে, গ্রাম বাংলা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল) এর সঞ্চালনায় কিশোর গ্যাং ও কিশোর অপরাধ প্রতিরোধ বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সালাম, সুখারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম আরাদন, আটপাড়া থানার এসআই মো. সাইদুর রহমান, বকুল মিয়া, ছোটন মিয়া, নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল উদ্দিন, মাওলানা মাহাবুব।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.