মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রায়গঞ্জে বিনামূল্যে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস্ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে বিনামূল্যে ২৪০ জন রোগিকে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেয়া হয়। বুধবার দুপুরে গুড নেইবারস্ সিরাজগঞ্জ সিডিপি ঘুড়কা কার্যালয়ে ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা: রামপদ রায়।গুড নেইবারস্ বাংলাদেশ এর ইউনিট প্রধান মি: বার্টিন গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিডিপি ম্যানেজার মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আমিমুল ইহসান তৌহিদ, ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সহ আরো অনেকে।এই বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার ২৪০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা, পুষ্টিকর খাবার ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়