সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে ট্রাক্টর-নছিমন ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জমি চাষ করা ট্রাক্টর ও নছিমন ভুটভুটির সংঘর্ষে ট্রাক্টর চালক মো. তোজাম উদ্দিন (৩৮)’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তোজাম উদ্দিন উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত মো. সিরাজ আলীর ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত ট্রাক্টরের চালক ছিলেন। ঘটনাস্থ পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল খালেক। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম উদ্দিন তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে উঠার সময় তাড়াশ থেকে আসার খড় বোঝাই নছিমন ভুটুভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই ট্রাক্টরচালক তোজাম উদ্দিন নিহত হন। আর খড় বোঝাই নছিমন ভুটুভুটি ও সেখানে থাকা তিনকে আটক করে উচ্ছুক জনতা। এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানানো হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়