বেলকুচিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষে সনদ বিতরণ
![](https://www.sangbaderalo.com/wp-content/uploads/2024/06/436332225_3700703363541019_776089207680370762_n.jpg)
![](https://www.sangbaderalo.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) দিনব্যাপী বেলকুচি পৌর এলাকার সোহাগপুর সরকারী শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষে প্রশিক্ষণনর্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/Untitled-2-copy.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/Untitled-2-copy.jpg)
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সোহাগপুর সরকারী শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ স্কাউটিং বিষয়ক অন্যান্য ব্যক্তিবর্গ প্রমূখ।![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/Untitled-3-copy.jpg)
![](https://sangbaderalo.com/wp-content/uploads/2024/06/Untitled-3-copy.jpg)
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।