মালয়েশিয়ার উদ্দেশ্যে কবির বিন সামাদ
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইসলামী আলোচক কবির বিন সামাদ মালয়েশিয়ার উদ্দেশ্য রওয়ানা করেছেন। জানা গেছে তিনি সেখানে ১৯/৫/২০২৪ রবিবার বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৪ উপলক্ষে আল কুরআন ও হাদিসের আলোকে “ইসলামে শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভাই বিশেষ অতিথি হিসাবে আলোচনা করবেন।
উল্লেখ্য উক্ত আলোচনা সভাই প্রধান অতিথি বাংলাদেশের জনপ্রিয় আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী সাহেব বক্তৃতা প্রদান করবেন। এছাড়াও জনপ্রিয় শিল্পী নেয়ামত উল্লাহ নিজামী ও নিয়াজ মাখদুম সংগীত পরিবেশন করবেন। ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন সামাদ প্রোগ্রাম সফল শেষে নিরাপদে দেশে ফেরার জন্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।’
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।