মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পুলিশের মহড়া

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ মে) দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম। উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- নির্বাচনে কোনও ধরণের সহিংসতা করতে দেওয়া হবে না। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে জেলা পুলিশের উদ্যোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধ পরিকর। কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে চায়, তাহলে কঠোর হস্তে দমন করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়