ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আর্ত মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন যমুনা পাড়ের জনগণ’র উদ্যোগে শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মুক্ত মঞ্চে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ, প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র ও মসজিদে মাইক বিতরণ করা হয়।
যমুনাপাড়ের জনগণ এর প্রতিষ্ঠাতা এ্যাডঃ মাহমুদুল হাসান দিলশাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব নার্গিস আক্তার। অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, বিশিষ্ট সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন, বামনহাটা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ছানোয়ার হোসেন, মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.