মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যানের গাড়ি দুর্ঘটনার কবলে

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: রাস্তা পারাপারকালে এক শিশুকে বাঁচাতে গিয়ে খাদে পড়েছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমকে বহনকারী গাড়ি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এমপি ছোট মনিরকে গোপালপুরে শুভেচ্ছা জানিয়ে ভূঞাপুরে ফিরছিলেন উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমসহ তার সফরসঙ্গীরা। পথিমধ্যে পাঁচটিকরী পৌঁছলে একটি শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এসময় তাকে বাঁচাতে গিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।

এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম বলেন, ‘এমপি ছোট মনিরকে শুভেচ্ছা জানিয়ে গোপালপুর থেকে ফেরার পথে পাঁচটিকরীতে এক শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ি। এতে খাদে পড়ে যায় গাড়ি। আল্লাহর রহমতে আমি এবং গাড়িতে থাকা গাড়ি চালকসহ অন্যান্যরা প্রাণে রক্ষা পেয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়