বেলকুচিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতৃবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাসের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গাজী দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।