উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর ভাঙন রোধে ৯৫ কোটি টাকা ব্যায়ে ৭ কিলোমিটার যমুনা নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বড়ধূল ইউনিয়নের হাওয়া ভবনে এই বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
কৈতলা বেড়া পাবনার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল।
এসময় বেলকুচি উপজোলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা গাজী সাইদূর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন, বড়ধূল ইউনিয় পরিষদের চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.