উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ছাগল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ই আগষ্ট) বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে উন্নত জাতের ছাগল ও নগদ অর্থ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ কুমার ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.