তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতা উত্তর সিরাজগঞ্জের প্রথম মহুকুমা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের শোক।
বুধবার (৩ আগষ্ট) এক শোকবার্তায় তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনে সিরাজগঞ্জে সম্মুখভাগের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন। তিনি রৌমারী মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পের পরিচালক হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ প্রদান করেন।
পরবর্তীতে তিনি সম্মুখ যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তাঁকে সিরাজগঞ্জের মহুকুমা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ হারালো এক দেশ প্রেমিক কৃতি সন্তানকে। আমরা হারালাম একজন সহযোদ্ধাকে।
মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, পরিবারের সাথে সাথে আমরাও গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.