বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় ৭ নং নায়েকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান হবু আর নেই। আজ সন্ধ্যায় ৭.৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি..রাজিউ)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও একে এম লুৎফর রহমান। হাবিবুর রহমান হবু এর আগে শুক্রবার আটপাড়া তেলিগাতি নামক স্থানে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হলে তার পায়ের একটি হাড় ভেঙে যায়।
তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন । তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে মদন উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আগামী কাল সোমবার পারিবারিক কবরস্থানে তার জানাযা অনুষ্ঠিত হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.