মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

র‍্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন রবিবার র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ জানান,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে বগুড়া থেকে ঢাকা গামী একটি প্রাইভেট কারে থাকা ৩ জনকে আটক করে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে প্রাইভেট কারে বিশেষ কায়দায় রাখা ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধার হওয়ার হেরোইন এর মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

তিনি আরও জানান,আটক হওয়া রাশিদুল হক ও কামরুজ্জামান রনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এবং শাকিল আহমেদ চাপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়