মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইনিয়নের তাঁতী দলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বেলকুচিতে ধুকুরিয়াবেড়া ইনিয়নের তাঁতী দলের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ধুকুরিয়াবেড়া তাঁতী দলের আয়োজনে গোলাম মোস্তফার কল্যাণপুর বাসভবনে দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়।

উপজেলা তাঁতী দলের সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রয়ী কমিটির যুগ্ন- আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএমপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলার বিএমপির সাবেক যুগ্ন-আহবায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পৌর যুব দলের যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএমপির সাবেক সদস্য মোশারফ হোসেন আকন্দ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি তারেক আরফানপ্রমূখ।

সম্মেলনের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গঠিত দ্বি-বার্ষিক ধুকুরিয়াবেড়া ইউনিয়ন তাঁতী দলের কমিটিতে সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিমকে নির্বাচিত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়