শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে রাস্তার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করলেন এমপি মমিন মন্ডল

বেলকুচিতে রাস্তার ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করলেন এমপি মমিন মন্ডল - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে পর্যায়ক্রমিক রক্ষনাবেক্ষণ কাজের মুকুন্দগাঁতী বাসট্যান্ড থেকে উল্লাপাড়া সড়কের ভিত্তি ফলক স্থাপন করা হয়েছে।

বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর ফলক উন্মোচনের মাধ্যমে রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস প্রমূখ।

প্রসঙ্গত, বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গালর্স স্কুল রোড এলাকার মতো গুরুত্বপূর্ণ জায়গায় রাস্তায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সেখানে রাস্তা সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়