মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনপ্রতিনিধি ফোরামের মানববন্দন বানচাল করতে পাল্টা কর্মসূচী

জনপ্রতিনিধি ফোরামের মানববন্দন বানচাল করতে পাল্টা কর্মসূচী - সংবাদের আলো

সিরাজগঞ্জের বেলকুচিতে দুটি সংগঠনের পাল্টপাল্টি কর্মসূচী ডাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা প্রশাসন চালা বাসস্ট্যান্ড ও কলেজ মোড় এলাকা পর্যন্ত বৃহস্পতিবার সকাল থেকেই ১৪৪ ধারা জারি করেন।
বুধবার রাত থেকে বিষয়টি মাইকযোগেও প্রচার করা হয় বলে জানা গেছে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাও ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকি গ্রামে ইয়াবার বকেয়া টাকার উত্তোলন দ্বন্দ্বে ৫ জুন উশৃঙ্খল কয়েকজন যুবকের মধ্যে আদাচাকি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মারপিটের ঘটনা ঘটে। এরই জেরে বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ও প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদেরকে মারপিট করে কিছু ছাত্রলীগ নেতা।

পৌর ছাত্রলীগ সভাপতি আকতার হামিদের প্রত্যক্ষ ইন্ধনে ওই লাঞ্ছিতের ঘটনায় তাকেসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলা হলেও আসামিদের কেউই গ্রেফতার হয়নি।

এরই প্রতিবাদে বেলকুচি উপজেলায় স্থানিয় সরকারের জনপ্রতিনিধি ফোরাম বৃহস্পতিবার সকালে চালা বাসস্ট্যান্ড কলেজ মোড় এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। সেটি বানচাল করতেই ছাত্রলীগ একই সময়ে সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা দেয়। যার প্রেক্ষিতে প্রশাসন থেকে আগাম ১৪৪ ধারা জারি করেন।
এদিকে, বেলকুচি উপজেলা প্রশাসনের ১৪৪ ধারা জারির জন্য চালা বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে কোন পক্ষ জমায়েত হতে দেখা যায়নি।

এ বিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান বলেন, একই স্থানে চেয়ারম্যান ফোরাম ও ছাত্রলীগ মানব বন্ধন ডাক দেয়ায় আমরা প্রসাশনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়