বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বান্দরবানে শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি: পর্দা ও নিকাব পরিধান করার কারণে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এক অন্তঃসত্ত্বা নারী শিক্ষিকাকে হেনস্তা, অপমান ও মানসিক নির্যাতনের করার অভিযোগে মানববন্ধন করেছে সচেতন নাগরিকরা। আজ মঙ্গলবার(২৯ এপ্রিল) বান্দরবান সদরের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন,বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান এক নারী শিক্ষিকাকে নিকাব পড়া নিয়ে হেনস্তা করার পাশাপাশি অপমান ও মানসিক নির্যাতন করেছে,যা খুবই দু:খজনক। নতুন স্বাধীন এই দেশে এমন আচরণ পুরো জাতির জন্য লজ্জাজনক। এসময় বক্তারা নারীর প্রতি কুরুচিকর মন্তব্য করায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খানকে অবিলম্বে চাকুরী থেকে বরখাস্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানান।

মানববন্ধনে উপস্থতি থেকে বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বান্দরবান প্রতিনিধি আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো.হাবিবুল্লাহ আফফান, রুমানা আক্তারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। প্রসঙ্গত: গত সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলার রেইছা এলাকায় অবস্থিত বান্দরবান বেসিক ট্রেনিং অন প্রাইমারি টিচার্সের ভাইভা পরীক্ষায় নিকাব পরে অংশগ্রহণ করায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে,আর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়