মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হামলা বন্ধ ও নারী সংস্কার কমিশন পূনর্গঠনের দাবীতে বান্দরবানে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি: গাজায় ইসরাইলি হামলা বন্ধ, ইসরাইলি পণ্য নিষিদ্ধ, ফিলিস্তিনি আহতদের চিকিৎসা, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মুলের প্রতিবাদে এবং নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল ও নারী সংস্কার কমিশন পূনর্গঠনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে বান্দরবান আ’ইম্মা-উলামা ঐক্য পরিষদ। আজ সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বান্দরবান আ’ইম্মা উলামা ঐক্য পরিষদের সভাপতি ও বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দীন ইমামী, বাজার জামে মসজিদের খতিব ও বান্দরবান আ’ইম্মা উলামা ঐক্য পরিষদের সাধারন সম্পাদক মাওলানা এহসানুল হক আল মইন , সহ-সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আবুল কালাম, মাওলানা হাফেজ মজিবুল হক,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ বান্দরবানের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানবতা বিরোধী ইহুদী রাষ্ট্র ইসরাইল ,ফিলিস্তনের গাজা এবং রাফা শহরে নির্মম গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী, বেসামরিক জনসাধারণ আহত-নিহত হওয়ার মর্মান্তিক দৃশ্য মানবতাবোধ সম্পন্ন যে কোন মানুষের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। ইসরাইলের এই বর্বর হামলা থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও আশ্রয়কেন্দ্রসহ কোন কিছুই বাদ যায়নি। তারা অনেক সত্যসন্ধ্যানি দেশি-বিদেশী সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করেছে। এসময় বক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, দেশের জনগন ও আর্ন্তজাতিক মহলের জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধের জন্য কার্যকরী ও জোরালো দাবি, ফিলিস্তিনি আহতদের বাংলাদেশে এনে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, ইসরাইলী সকল পণ্য বাংলাদেশে বিক্রয় নিষিদ্ধ এবং আমদানী বন্ধ করা, ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য ওআইসিকে চাপ দিতে ৪টি দাবি পেশ করে। এসময় বক্তারা, নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবনা বাতিল এবং নারী সংস্কার কমিশন পূনর্গঠনের দাবীও জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়