মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাইবান্ধায় সুরবানী সংসদে ‘বৈশাখী আড্ডা’

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংদের শিল্পীদের আয়োজনে শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে ‘বৈশাখী আড্ডা’। সংগঠনের নিজস্ব মিলনায়তনে বৈশাখী আড্ডায় সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরবানী শিল্পীবৃন্দ। সংগঠনের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মোসত্মাফিজুর রহমান, কেএম রেজাউল হক, তাজুল ইসলাম সাকা, আরিফুল ইসলাম বাবু, শাহ মুশফিকুর রহমান মন্ডা, কামরুজ্জামান চান প্রমুখ।

শিল্পীদের মধ্যে নৃত্যে ও সংগীত পরিবেশন করেন হযরত আলী, আব্দুর রশিদ, তোফাজ্জল হোসেন, জাহিদ হাসান সবুজ, মমিন হক্কানী, জাহিদুল ইসলাম, সেলিম হায়দার, আরিফ হোসেন, তাজুল ইসলাম, রোজিনা ফারজানা নাহিদ শিমুল, শ্রেয়া, সিনথিয়া, মাইশা, অহনা, তাসপ্রিয়া, শিয়া, হৈমবতি, লাবিবা, দ্বিপ শিখা, মুগ্ধ, মাহমুদা, আরাফাত, মাহবুব। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন জহুরম্নল ইসলাম।

যন্ত্রে সহযোগিতা করেন কি-বোডে- শামীম, অক্টোপ্যাডে- রফিকুল ইসলাম, গিটারে- গোলাপ, তবলায়- আকতারুজ্জামান খান মহব্বত, লাসেন আলী, মন্দিরায়- আব্দুল বারী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়