মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরের নালিতাবাড়ী ভোগাই নদী থেকে নিখোঁজের দুই দিন পর রং মিস্ত্রীর মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী প্রতিনিধি, (শেরপুর): বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাড়ির অদূরে থাকা ভোগাই নদী থেকে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৬) নামে এক রং মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার  দুপুরে  নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জ্ঞিাসাবাদের জন্য আলমগীর (৪০) নামে নিহতের এক প্রতিবেশিকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর আলম ওই গ্রামের ছামেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি জাহাঙ্গীর। আগে থেকেই মাদকাসক্ত হওয়ায় পরিবারের লোকজন বিষয়টিকে গুরুত্বও দেননি। সোমবার বেলা এগারোটার দিকে বাড়ির অদূরে থাকা ভোগাই নদীর পানিতে মানুষের মতো কিছু একটা দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে দুপুরে পুলিশ নদীর মাঝখান থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করে। এসময় পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র ও স্বজনদের মাধ্যমে পরিচয় শণাক্ত করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের শরীরে পঁচন ধরায় প্রাথমিকভাবে কোন কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। তবে স্বজনদের তথ্যের ভিত্তিতে কয়েকদিন আগে জাহাঙ্গীরের সাথে ঝগড়া হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়