সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

হেলাল হোসেন কবির: লালমনিরহাটে পাঁচ উপজেলায় কালবৈশাখী, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (২৬  এপ্রিল) রাতে প্রায় ঘন্টা ব্যাপী ঝড়ে লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়।

স্থানীয়রা জানান, এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া ঝড়ের পর আজ সারাদিন জেলার কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে । সারাদিন বিদ্যুৎ না থাকায় এলাকা গুলোতে ব্যাপক ভোগান্তির স্বীকার হয়েছে সাধারণ মানুষ।

বড়বাড়ি ইউনিয়নের পূর্ব আমবাড়ি গ্রামের বিপুল ইসলাম বলেন, “গতকাল রাতে কার কী ক্ষতি হয়েছে জানি না, তবে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে।”

মহেন্দ্রনগর ইউনিয়ন ঢঢ গাছ আনারুল ইসলাম বাবু বলেন, এলাকায় বহু ধানের ফসল নষ্ট হয়েছে সেই সাথে গাছ, তামাক ঘরের আলুসহ বিভিন্ন ফসলেরও ক্ষতি হয়েছে।”একই এলাকার মাহমুদ রশিদ মুরাদ বলেন, কাল বৈশাখী ঝড়ের কারণে আমার দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। মনসুর আলী বলেন বলেন আমি বয়স্ক মানুষ বুড়া-বুড়ি কোন রকম ঘরে থাকি সেই ঘর উড়ে গেছে। 

লালমনিরহাট সদর থানার এস আই রওশন ইসলাম বলেন, ঝড়ের কারণে থানার ভিতর আমাদের আমার থাকা রুমের টিন উড়ে গিয়ে 

ঘরে থাকা কম্পিউটারসহ কাগজ পত্র ভিজে গেছে। 

ঝড়ে অনেক এলাকায় সড়কের ওপর গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাছ সরিয়ে যান চলাচল সচল করেন।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়