ইবি ‘ঢাকা জেলা কল্যান সমিতি’র নেতৃত্বে নিলয়-মুবাশশির


ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ঢাকা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন “বৃহত্তর ঢাকা জেলা কল্যান সমিতি” তে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের নিলয় রফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মুবাশশির নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৭ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী সাক্ষরিত ৫৫ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য অনুমোদন করেন। নতুন নেতৃত্ব জেলা থেকে আগত সকল শিক্ষার্থীেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার দৃঢ় মেলবন্ধন সৃষ্টি করবে এমনটি তাদের প্রত্যাশা।
নবগঠিত কমিটিতে আরোও আছেন সহ-সভাপতি মিজানুর রহমান সাকিব, আরিফা ইসলাম ভাবনা ও অমিত কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না, শাফিনুর রহমান তন্ময় ও আকিব আল আহাদ, সাংগঠনিক সম্পাদক রাফিউল রেজা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইন শুভ, সজীব, অর্থ সম্পাদকনাহার বুশরা, উপ-অর্থ সম্পাদক নাবিল বিন নাসির, দপ্তর সম্পাদক পাপ্পু আহমেদ, উপ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান লুমান, সাদ ওসমান, প্রচার সম্পাদকসালমান আহমেদ শাওন, উপ-প্রচার সম্পাদক ফাহিম আহমেদ সিফাত, রওনক খান, সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক বর্ণালী দাস বর্না, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনাফ তাসিন ফুয়াদ, সাইমুম ইসলাম, আইটি ও গ্রাফিক্স বিষয়ক সম্পাদক আর রাফি অয়ন, উপ-আইটি ও গ্রাফিক্স বিষয়ক সম্পাদক আরিফ আল হাসান, কমিউনিকেশন সম্পাদক নাহিদ খান, উপ-কমিউনিকেশন সম্পাদক এস. এম. শাফী, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম টুটুল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইশমাম ইবনে শরীফ, আইন বিষয়ক সম্পাদক আকাশ শিকদার, উপ-আইন বিষয়ক সম্পাদক মুসাদ্দেক মেহরান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক অপর্না আরোরা কণিকা, উপ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মারিয়া চৌধুরী, প্রেস ও পাবলিকেশন সম্পাদক মুহাইমিনুল ইসলাম হামজা, উপ-প্রেস ও পাবলিকেশন সম্পাদক আসিফ মিয়া, ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক শাকির আহমেদ রাজ, উপ-ফটোগ্রাফি ও মিডিয়া সম্পাদক হাসিব আবদুল্লাহ, আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক ইসমাত আরা জান্নাত, উপ-আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক মুশাররাত বাশার ফারিহা, পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া বর্ষা, সমাজ সেবা বিষয়ক সম্পাদক খালেদ হাসান মুহিত, উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাজমুস সাইফ, সোশ্যাল মিডিয়া সম্পাদক উর্মিলা তন্নী এবং উপ-সোশ্যাল মিডিয়া সম্পাদক শাহরিয়ার নাইম।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে আরোও আছেন,সৌরভ,সিন্থিয়া রহমান, সাজিদ হাসান, শাহরিয়ার ফারহান প্রান্ত, সাজ্জাদ হোসাইন, মোঃ সানজিদ, গালিব মুস্তাফা, তানভীর হক, নুসাইবা শাহজাহান, তানভীর রহমান, আবিদ রহমান নাফি, সাকিব আল মামুন, রায়হানা তুল জান্নাত তুলি,রাফিউল আজিম রাহাত এবং মেহেদী হাসান। এছাড়াও ১৪ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে আছেন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ আলীনূর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকবাল হোসাইন, হিসাব বিজ্ঞাণ ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক মোঃ আব্দুস শহীদ মিয়া, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, একই বিভাগের অধ্যাপক ড. মোঃ জুলফিকার হোসাইন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শীদ আলম, ফোকলোর স্ট্যাডিজ বিভাগের শিক্ষক ড. এম মুস্তাফিজুর রহমান, উন্নয়ন অধ্যায়ন বিভাগের শিক্ষক এ. এইচ. এম. নাহিদ, বিশ্ববিদ্যালয় টেলিফোন অফিসের উপ-রেজিস্ট্রার জনাব মাহবুবুল আলমসহ, মোঃ শাকিল খাঁন, মোয়াজ্জেম হোসাইন আদনান, সুহায়লা রহমান দোয়া, সাইফুল ইসলাম সাইফ এবং জনাব সালমান। এবিষয়ে সভাপতি নিলয় রফিক বলেন, “ঢাকা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য অত্যন্ত গর্বের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত। আমি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা জেলা ছাত্রকল্যান সমিতির সম্মানিত উপদেষ্টামন্ডলী ও সদস্যদের নিকট।এবং সর্বোপরি যাদের ভালোবাসা ও আস্থায় আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। এই দায়িত্ব কেবল নামের নয়, বরং হাজারো প্রত্যাশার, স্বপ্নের এবং সম্ভাবনার বোঝা।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি — স্বচ্ছতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে ঢাকা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবো। সকল সদস্যদের সাথে নিয়ে এবং একতাবদ্ধভাবে আমরা গড়ে তুলবো একটি ঐক্যবদ্ধ, প্রাণবন্ত ও আলোকিত ঢাকা জেলা ছাত্রকল্যান সমিতি যা ইবির মাঝে ছড়াবে প্রাণ। আশাকরি, আগামীর দিনগুলোতে আপনাদের দোয়া, সহযোগিতা এবং পরামর্শ আমার চলার পথকে আরও দৃঢ় করবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।