শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে: জয়নুল আবদিন

সংবাদের আলো ডেস্ক: তারেক রহমানকে দেশে না আনার চক্রান্ত চলছে বলে জানিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ চক্রান্ত রুখতে স্থিতিশীল নির্বাচনেরও তাগাদা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ‘স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় এ তাগিদ দেন তিনি। ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম ৬ আগস্ট থেকে কী কী যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম। কিন্তু এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের একটি কর্মীর গায়ে হাত উঠাতে দেননি তারেক রহমান। নেতা নির্দেশ দিয়েছেন, সরকার পরিবর্তন হবে, দোষীদের আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না।

দেখুন সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে? তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এ নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এ চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার। জনপ্রতিনিধির সরকার দরকার। প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা; ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন। আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। তিনি বলেন, নির্বাচনের বিরোধিতা যারা করেন তাদের কাছে অনুরোধ, আর বিরোধিতা করবেন না। আসুন সবাই মিলে বাংলাদেশটাকে ভালোবাসি, একটা স্থিতিশীল নির্বাচনের ব্যবস্থা করি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়