শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পটুয়াখালী ভার্সিটিত ‘Inspiring Role Model Talks for the Future Leaders in STEM’ শীর্ষক ফায়ারসাইড চ্যাট ইভেন্ট অনুষ্ঠিত

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এক বর্ণাঢ্য ও অনুপ্রেরণামূলক ফায়ারসাইড চ্যাট আয়োজিত হয়েছে “Inspiring Role Model Talks for the Future Leaders in STEM” শীর্ষক শীর্ষক আয়োজনে। ইএসডিএম ক্লাব ও এইচআর ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

২৪ এপ্রিল (বৃহস্পতিবার), বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সকাল ১০টায় শুরু হওয়া এই আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলো Kingdom of the Netherlands, DEVLEARN, LightCastle Partners, 10 Minute School, Policy Exchange ও a2i অর্গানাইজেশন। SheSTEM প্রজেক্টের অর্থায়নে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির  ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ। 

এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন এবং ইএসডিএম ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মহসীন হুসাইন খান, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মুজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন a2i-এর অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ফজলে রাব্বী, Bdapps National Appstore-এর রিজিওনাল অপারেশনাল লিড আশিকুর রহমান আশিক, Epic Group-এর জেনারেল ম্যানেজার মোঃ সালাহউদ্দিন এবং CIS Tech Limited-এর সিইও ইব্রাহিম স্বপন। 

আলোচকেরা তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের মাঝে STEM শিক্ষায় আগ্রহ ও আত্মবিশ্বাস সঞ্চার করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 

 ভাইস-চ্যান্সেলর  বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান অর্জন করলেই চলবে না—তাদের মধ্যে নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এক্সট্রা সফট স্কিল, বিশেষ করে সময় ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্যোক্তা মনোভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় হচ্ছে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের স্থান নয়, বরং একটি পরিপূর্ণ মানুষ গড়ে তোলার প্রতিষ্ঠান। STEM এর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আগামীর নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে হবে, বাস্তব জীবনের সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান খুঁজে বের করতে হবে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, আত্মবিশ্বাস জোগাবে এবং তাদের ভেতরের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তুলবে।”

অনুষ্ঠানে বক্তারা STEM বিষয়ক উচ্চশিক্ষা, প্রযুক্তির ব্যবহার, ক্যারিয়ার প্রস্তুতি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগ গ্রহণের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতের নেতৃত্বে নিজেকে প্রস্তুত করার প্রেরণা জাগাতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়