বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাটোরে নকল বই তৈরির ছাপাখানায় যৌথবাহিনীর অভিযানে – কারখানা সিলগালা

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দ ইউনিয়নের নলবাতা নামক এলাকায় নকল বোর্ড বই তৈরির কারখানার সন্ধান পায় এন এস আই। এন এস আইয়ের তথ্য সূত্রে বুধবার(২৩ এপ্রিল)দুপুরে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ হালিম(৩৫) নামের মালিকানাধীন ওই ছাপাখানা থেকে বিপুল পরিমাণ প্রাথমিক ও মাদ্রাসা বোর্ডের বই উদ্ধার করা হয়েছে। পরে ছাপাখানাটি সিলগালা করে দেয়া হয়। অবৈধ এই কারখানার মালিক মোঃ হালিম সিংড়া উপজেলার গুপ্তিপাড়া গ্রামের মৃত আঃ জলিল এর ছেলে।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর ব্যবস্থাপনায় উদ্ধারকৃত নকল জেনারেল ও মাদ্রাসার বইগুলোর সংরক্ষণ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কারখানার মালিক এ সময় অনুপস্থিত থাকায় মামলা বা জরিমানা করা যায়নি। এ ব্যাপারে মালিকের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন যৌথবাহিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়