মাদারীপুর সরকারী কলেজে বিনা অনুমতিতে ভবন নির্মান, চলাফেরায় ভোগান্তি


রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিনা অনুমতিতে নতুন ভবন নির্মানের এর কারনে কনষ্ট্রাকশন কাজ চলাকালীন অবস্থায় ছাত্র/ছাত্রীদের চলাচলে বিগ্ন ঘটে এবং পরিবেশ দূষণ সহ ভোগান্তির পেতে হয় বলে অভিযোগ করেন সাধারণ ছাত্র/ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের দাবী,মাঠে চলাচলের রাস্তা দখল করে কলেজ চলাকালিন সময় কনস্ট্রাকশন এর কাজ করে সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত তৈরি করছে ও পরিবেশ দূষণ করছে যা সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি তৈরি করছে।
তাই তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ করে ও ৫ দিনের সময় নির্ধারণ করে দেয় ঠিকাদার কে। অধ্যক্ষ মহোদয় তাদের দাবি যৌক্তিক বলে মনে করেন। তিনি শিক্ষার্থীদের কাছে ৫ দিন সময় চেয়েছেন, ৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত না করা হলে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলে জানান শিক্ষার্থীরা।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।