বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সরিষাবাড়ীতে যুবদলের সাধারণ সম্পাদক ও তার বাবাকে পিটিয়ে আহত 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ ও তার বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২২ এপ্রিল সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল এলাকায় জয়নাল মন্ডলের দোকানের সামনে সড়কে এ ঘটনা ঘটেছে।  জাহিদ হাসান ফরহাদ উপজেলার পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও তার বাবা আব্দুল বারেক ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য।  আহত ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দপটল থেকে রগনাথপুর রাস্তা সংস্কার কাজের ঠিকাদারি কাজ পায় যুবদল নেতা ফরহাদ হোসেন। মঙ্গলবার সকালে রাস্তার কাজের ইট বালুর টাকা দিতে যায় সে। এসময় তার গতিপথ রোধ করে কয়েকজন বখাটে যুবক। এ নিয়ে উভয়ের মধ্যে কথা- কাটাকাটি বাঁধে ।

একপর্যায়ে দুর্বৃত্তরা বিক্ষুব্ধ হয়ে যুবদল নেতা ফরহাদকে পিটিয়ে আহত করে। এসময় তার বাবা এগিয়ে আসলে তাকে পিটিয়ে হাত ভেঙে দিয়ে দৌড়ে চলে যায়। পরে স্থানীয়রা ফরহাদ ও তার বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।  পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির বলেন, জমাজমি নিয়ে প্রতিবেশীদের মধ্যে ঝগড়াঝাটি ছিলো। সেই জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদকে মারধর করেছে শুনেছি। রোগীর খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।  এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়া বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়